ফেসবুকের স্ট্যাটাস বা পোস্টের লিংক বের করবেন যেভাবে।


অনেক সময় নানা কারণে ফেসবুকের স্ট্যাটাস বা পোস্টের লিংক দরকার হয়। এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে নোটিফিকেশনে যে লিংক পাওয়া যায় সেটা ব্যবহার করা। কিন্তু ফেসবুকের নোটিফিকেশন পেজে দুইদিনের বেশি পুরোনো স্ট্যাটাস কিংবা পোস্টের লিংক পাওয়া যায় না। খুব সহজেই এ সমস্যার সমাধান করা যায়। এজন্য,
১. প্রথমে সেই স্ট্যাটাস বা পোস্টে যান।
২. স্ট্যাটাস বা পোস্টের টাইমস্ট্যাম্পে রাইট ক্লিক করে লিংকটি কপি করুন। ব্যাস হয়ে গেল।
Locating time stamp
৩. এখন এই লিংকটিকে সব জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করুন।

ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রাইভেসি যাদের এলাউ করে তারাই শুধু সেই স্ট্যাটাস বা পোস্ট দেখতে পারবে। তবে পাবলিক স্ট্যাটাস বা পোস্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। টুইটারের ক্ষেত্রেও একই পদ্ধতিতে পোস্টের লিংক বের করা যায়।